মানুষ জন্মের আগেই স্বপ্ন দেখা শুরু হয় !! তা কি করে সম্ভব ?? হ্যা সম্ভব ! পরে বলছি, তবে আপাতত কথাটা হবে “মানুষ যখন থেকে বুঝতে শিখে তখন থেকেই স্বপ্ন দেখা শুরু করে”। সময়ের সাথে সাথে অসংখ্য নতুন স্বপ্ন নতুন করে দানা বাঁধতে থাকে যার কিছু পূরন হয়, কিছু অপূর্ণ থাকে আবার কিছু সময়ের সাথে পরিবর্তিত হয়ে নতুন কোন স্বপ্নের তৈরী করে । কেউ সেগুলো পূরণের পথ খুজে, কেউ অতি স্বপ্নের লোভে সকল স্বপ্ন বিসর্জন দিয়ে ভ্রান্ত পথে নিজেকে পরিচালিত করে আবার কেউ না পাওয়া স্বপ্নগুলোর নিচে পাথরচাপায় হাল ছেড়ে দেয় কিন্তু কষ্ট হয় যখন দেখি অনেকেই বাস্তব জ্ঞানশূন্য হয়ে মাদকাসক্ত, পথভ্রষ্ট এমনকি কাপুরুষোচিত সংবাদের শিরোনামে পরিনত হয় ।
হাজারো স্বপ্নের ভীড়ে ভুলে যাই সেই স্বপ্নটির কথা যেটি আমরা পৃথিবীতে আসার আগে থেকেই দেখা শুরু হয়েছিল, ভুলে যাই তাদের কথা যারা সেই স্বপ্নটিকে ধারণ করে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে যাচ্ছেন । দিন শেষে একবার নিরবে চোখ দুটো বন্ধ করে ভাবলেই বুঝতে পারব, অনুভব করতে পারব আমি কে? কিভাবে আজকের আমি হলাম? আজকের আমি কি শুধু আমার অবদানেই হলাম?
খুব কষ্ট হয় তবুও সে কষ্টকে চাপা দিয়ে ধিক্কার জানাই তাদেরকে যারা সর্বোচ্য বিদ্যাপিঠে থেকেও মাদকাসক্ত হয়, পথভ্রষ্ট হয় কিংবা কাপুরুষোচিত সংবাদের শিরোনাম হয় । পক্ষান্তরে সম্মান ও শ্রদ্ধা জানাই তাদেরকে যারা দুমুঠো ভাতের জন্য হাড়ভাংগা পরিশ্রম করে কিন্তু মাথা নত করে হাল ছেড়ে দেয় না ।
জীবন একটাই, স্বপ্ন হাজার হাজার, সেগুলোকে নিজের মত করে সাজিয়ে নেয়ার দ্বয়ীত্ব আমার। আমার অতীত আমি জানি, বর্তমান বুঝতে পারি আর ভবিস্যৎ আমাকেই তৈরী করে নিতে হবে । আবেগ নয় বাস্তবকে বাস্তবতা দিয়েই মোকাবেলা করতে হবে । টার্গেট থাকবে অনেক উপরে কিন্তু ব্যর্থ হলে যারা আমি পর্যন্ত আসতে পারেনি তাদেরকে দেথে শান্তনা খুঁজতে হবে এবং নিজেকে তৈরী করতে হবে নতুন করে স্বপ্ন দেখতে, স্বপ্নকে বাঁচিয়ে রাখতে এবং তা বাস্তবায়নে এগিযে যেতে ।।