» বন্ধু আজও ইচ্ছে করে …..

আজো ইচ্ছে করে উদ্যেশ্যহীন গন্তব্যে গ্রুপ ধরে হাটতে, ইচ্ছে করে বৃষ্টিস্নাত বিকেলে বা শীতের সকালে ঘাসের উপর জমে থাকা জলকণার স্পর্শ নিতে, ইচ্ছে করে সন্ধায় শীতল ঘাসের চাঁদরে বা কংক্রিটের আচ্ছাদনে মৃদু আলোয় বসে স্বপ্নের জাল বুনতে, ইচ্ছে করে নদীর পাড়ের বাঁধানো পাথরের উপর বসে অর্থহীন গল্পে মেতে উঠতে, ইচ্ছে করে নৌকায় ব্রহ্মপুত্রের বুকে ভেসে বেড়াতে আর ভাঙ্গা গলায় সুর মেলাতে, ইচ্ছে করে জন্মদিন, পার্টি বা নিছক কোন অজুহাতে নিজেকে ব্যস্ত রাথতে, ইচ্ছে করে খুনসুটিতে গা ভাসাতে, ইচ্ছে করে তুচ্ছ কারণে অভিমান করতে আবার নিমিষেই সব ভুলে গিয়ে অভিমান ভাঙ্গাতে,  ইচ্ছে করে…….,  ইচ্ছে করে………,  ইচ্ছে করে……………………

আজ এমন অনেক কিছুই  ইচ্ছে করে যা স্বর্ণালী অতীতে ফিরিয়ে নিয়ে যায়, মনের অজান্তেই ঝাপসা হয়ে আসে দুচোখ । বন্ধুরা, আজ তোরা একেকজন একেক প্রান্তে, জীবনে অনেক কিছুতে্ই অনেক পরিবর্তন এসেছে। আজ একজায়গায় বসে হাজার টাকা খরচ করে ফেলতে পারি তবে ধুরু-ধুরু বুকে মানিব্যগ বিহীন জিন্সপ্যান্ট পকেটে নিয়ে যাওয়া সামান্য টাকায় যে আনন্দ তোদের সাথে করেছি সে তৃপ্তি আর পাইনা…..! সবকিছুই আগের মত আছে সুধু নেই সেই স্বর্ণালী সময়গুলো, তোরা আছিস মনের গভীরে স্মৃতির মণিকোঠায় আর কম্পিউটারের হার্ডড্রাইভের বন্ধু ফোল্ডারের স্থীরচিত্রে…………………..

Bookmark the permalink.

Comments are closed.